নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

সকল পোস্টঃ

=কর্ম যেমন, তেমনি হয় ফলাফল=

০৬ ই আগস্ট, ২০২৫ দুপুর ১২:০৭


অত্যাচারী ছিলে, দিলে হয়তো ছিল রহম কম,
মৃত্যুপুরীতে কী করে ফেলেছিলে দম?
ভালো করেছো, বেয়েছো উন্নয়নের সিঁড়ি,
স্বপ্ন ছিল হয়তো আরও পাহাড় গিরি!

এই দুনিয়া ধার ওধারের জায়গা, জানো সেকি?
জানো, প্রকৃতি ছাড়...

মন্তব্য০ টি রেটিং+১

=আমি আর লিখব না=

৩১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০১



কত কবিতাই তো লোকজন লিখে মনের মাধূরী মিশিয়ে
শব্দের পর শব্দ সাজিয়ে, মনের যত অব্যক্ত কথন;
মূল্যায়ন হয় না অবশেষে, কবিতার প্রতি মন যায় বিষিয়ে।
ঝরে যায় অনেকেই
আর থেকে যায় অনেক...

মন্তব্য১৪ টি রেটিং+১১

=ফুল শিশুরা হারিয়ে গেল=

২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৭



ছোট ছোট ফুল শিশুরা
সুর কলরব সুখ আনন্দ
বিদ্যালয়ের রুমের ভিতর,
তুলেছিল হাসির ছন্দ।

কেউ বা হাঁটছে বারান্দাতে
কেউ বা হাসে - বেঞ্চে বসে
কেউ বা দৌঁড়ায় সবুজ মাঠে,
বেড়ায় কেউ বা রুমে চষে।

হাসিগুলো মিলায়...

মন্তব্য৬ টি রেটিং+৩

=আমি পাখি হতে চাই তোমার বুক আকাশে=

২১ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০০


উন্মুক্ত করে দাও কবোঞ্চ বক্ষ, আমার আকাশ হোক নীল সাদা
আমি পাখি হবো, উড়বো স্বাধীন ডানা মেলে,
নিশ্চুপ তাকাও, মুগ্ধ হও... মন তোমার মনের সাথে বাঁধা,
কিছুটা সময় আমার হোক, যেমন...

মন্তব্য৬ টি রেটিং+৩

=এমন কর্ম করো না-যাতে অন্য কেউ কষ্ট পায়=

২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৩


এমন আচরণ করো না, যাতে আপনজন’রা কষ্টে উঠে কুঁকড়ে,
বেহুদা রেগে হয়ো না আগুন, যাতে ভবিষ্যতে তোমাকেই খায় কুরে;
এমন রাগ দেখিয়ো না, সে রাগ দেখে অন্যদের-ভয়ে আত্মা কাঁপে,
মেরো না কাউকে...

মন্তব্য৪ টি রেটিং+৩

=জোর করে কিছুই যায় না পাওয়া=

১৬ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২০


ভালোবাসা প্রেম কখনো - হয় না জোরে বলে
কাউকে আপন করে যায় না টানা কাছে - নানান ছলে
ভালো কাজ করেও প্রশংসা যায় না পাওয়া কখনো
আবার কখনো মন্দ কাজে মানুষ...

মন্তব্য৪ টি রেটিং+৩

=ভাল্লাগে না কোনো কিছু=

১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৩


ভাল্লেগা না কোনো কিছু
মন বসে না কাজে,
কোন সে দুঃখ জমা হলো
বুকের ভাঁজে ভাঁজে।

ভাল্লাগে না আজকে আমার
মন যে উদাস হলো,
দু\'চোখ আমার নীল বেদনায়
জলে টলোমলো।

বৃষ্টি এলো বৃষ্টি গেলো,
আনমনা হই আরও,
মন জমিনে কোন...

মন্তব্য১১ টি রেটিং+৫

=জীবনের সুখগুলো উঠিয়ে রাখি স্মৃতির দেরাজে=

১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৪


সুখ কী কেউ বুঝে নিতে পারে? কেউ পারে না,
অথৈ সুখে থেকেও কেউ করে যায় সুখের হাপিত্যেশ;
অথচ দু\'দন্ড শান্তি পেলে মনের কিনার
মনে হয় আহা আছি কী যে সুখে -...

মন্তব্য৪ টি রেটিং+৪

=কত প্রহর যায় চলে হেলায় হেলায়=

০৯ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৮


বুঝি না!কেন ফালতু কর্মে ডুবিয়ে দেই মন
এক নিমেষেই মোহ জগতে করে ফেলি ভ্রমণ
স্ক্রল টেনে টেনে পার হয়ে যায় সাত সমুদ্দুর তেরো নদী
থেমে যাই না, ইশ মোহের দিশা আরও...

মন্তব্য৮ টি রেটিং+১

=এত বিত্ত বৈভবে কী হবে=

০৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৮


যতটুকু প্রয়োজন, যতটুকু হলে - জীবন চলে যায় খেয়ে শুয়ে বসে,
ততটুকুই রোজগারের অঙ্ক কষে,
হালাল উপার্জনের বুকে গেলেই হয় চষে...
কী হয়? কী লাভ এত টাকা কড়ির পাহাড় করে?
কী যাবে...

মন্তব্য৬ টি রেটিং+১

=ভারি বৃষ্টি হলেই বন্যায় তলিয়ে যায় শহর=

০৩ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:০৯


আজ গ্যাস লাইন, কাল বিদ্যুত লাইনের গর্ত
পরশু জলের পাইপ, চলছে কর্ম স্বতস্ফূর্ত।
আজ ফুটপাত হবে ঠিক
তো কাল গ্যাস লাইন করেছে লিক।

রাজপথ তুই শান্তিতে থাকবি, শান্তিতে থাকাচ্ছি আজই
তোর বুক...

মন্তব্য১০ টি রেটিং+১

=স্মৃতি ঘরে মারি উঁকি=

০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৬


বন্ধ চোখে স্মৃতি ঘরে
যেই না দিলাম উঁকি,
দেখি সেথায় ঝুলছে গাছে
মেয়ে এক -টুকটুকি!

দুরন্ত সেই দিনগুলোতে
মন যে দিলো হানা,
প্রজাপতি হয়ে আমি
মেলে দিলাম ডানা!

আমের শাখে বসে বসে
আম পেড়ে খাই সুখে,
রসে ভরা...

মন্তব্য১২ টি রেটিং+৫

=অবলীলায় কত ঘ্রাণ ধুয়ে যায় বৃষ্টির জলে=

৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪৬


কেউ কী রাখে খবর, কিছু অবহেলায় কত মনের শুভ্রতা হারায়.
কেউ কী জানে প্রেমের ঘ্রাণ ধুয়ে যায় চোখের লোনা জলে!
কেউ কী রেখেছে খোঁজ, কত তুমুল কষ্ট ঘুর্ণি মন পাড়ায়;
কেউ...

মন্তব্য৬ টি রেটিং+০

=ভালোবাসার কাব্য-৯=

২৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:৫০


হাত বাড়িয়ে ডাকছি তোমায়, এসো আমার পিছু
আমি ছাড়া তোমার বাপু-আর আছে কী কিছু?
প্রেমের মন্ত্র দেব ফুঁকে, বন্ধ করো আঁখি,
পারবে না আর দিতে সখা- ভালোবাসায় ফাঁকি।

কোথায় যাচ্ছি বলবো নাকো,...

মন্তব্য১৬ টি রেটিং+৬

=এইতো নারীর জীবন=

২৬ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৩



পুড়ে যায় হাত, কেটে যায় আঙ্গুল, ঘামে ভিজে কপাল
শরীরে হেঁটে বেড়ায়, তিরতির ঘাম পঙ্গপাল,
চুলার আগুনের তাপ, এই খরায় যে সয়ে নেয় সে নারী,
নেয়ে ঘেমে একাকার, দুঃসহ জীবন তবুও...

মন্তব্য১২ টি রেটিং+৩

>> ›

full version

©somewhere in net ltd.